প্রিয় পাঠক, যাদের মেয়ের বিবাহের জন্য বায়োডাটা দরকার তারা এই পাত্রীর বায়োডাটাটি পড়ুন, কি কি লাগে কনের বায়োডাটা লিখতে আর পাত্রীর বায়োডাটা লেখার নিয়মসমূহ-
তাছাড়া আপনি চাইলে আমাদের মাধ্যমে পাত্রীর বায়োডাটা লিখে নিতে পারেন। সেজন্য আপনি অল্প কিছু টাকা খরচ করতে হবে। খরচ- মাত্র ১০০টাকা। আপনার যত দিন পর্যন্ত বিয়ের বায়োডাটা দরকার ততোদিন ফ্রি পাবেন যদি একবার খরচ করেন।
{getToc} $title={পাত্রীর বায়োডাটা দেখুন}
তাছাড়া যদি আপনার নিজের একটা কম্পিউটার থাকে তাহলে নিজে নিজেই আমারদের পাত্রীর বায়োডাটা ফরমেট বাংলা দেখে দেখে নিজেই বানিয়ে ফেলুন মেয়ের বিবাহের জন্য বায়োডাটা।
পাত্রীর বায়োডাটা:
পাত্রীর বায়োডাটা লিখার ক্ষেত্রে আমরা কয়েকটা ধাপ অতিক্রম করব। আর এই বায়োডাটাটি যেন অবশ্যই এক পৃষ্টায় শেষ হয়, ভুলেও দ্বিতীয় পৃষ্টায় অতিক্রম করা যাবে না। তাছাড়া যদি পাত্রীর অনেক গুণাবলি থাকে তাহলে নেয়া যেতে পারে, তবে এক পৃষ্টাই উত্তম।
পাত্রীর বায়োডাটা লেখার নিয়ম
ধাপ-১: পাত্রীর পরিচয়
নাম: পাত্রীর সম্পূর্ণ নামটি তুলে ধরতে হবে।
জন্ম তারিখ: এখানে পাত্রীর জন্ম তারিখ তুলে দিন।
পাত্রীর উচ্চতা: পাত্রীর উচ্চতা বর্গফুট হিসেবে লিখে দিবেন।
পাত্রীর ওজন: পাত্রীর ওজন থাকলে পাত্রী মোটা না পাতলা তা সম্পর্কে পাত্র পক্ষ ধারণা পাবে।
চোখের রং: চোখের রং কি বাদামি নাকি অন্য কিছু তা লিখুন এখানে।
জন্মস্থান: পাত্রীর জন্মস্থান কোথায় সেটা দিন যাতে করে পাত্রীর বাবা বাড়ি কোথায় সেটা জানা যাবে।
বর্তমান ঠিকানা: এখন পাত্রী কোথায় আছে সেটা সম্পর্কে লিখুন।
ধাপ-২: পাত্রীর শিক্ষাগত যোগ্যতা/চাকরির সম্পর্কে বিস্তারিত
পাত্রী যদি লেখাপড়া করে তাহলে আপনাকে এখানে পাত্রীর পূর্বের অর্জিত সকল বোর্ডের রেজাল্ট ও বোর্ড দিতে হবে আর যদি পাত্রী কোনো চাকরি করে তাহলে স্কুল-কলেজের কোনো তথ্য দিতে হবে না, কেবল কোথায় চাকরি করে সেই বিষয়ে লিখে দিতে হবে।
ধাপ-৩: পারিবারিক পরিচয়
বাবার নাম: এখানে পাত্রীর বাবার নাম উল্লেখ করে দিবেন।
মাতার নাম: এখানে পাত্রীর মাতার নাম উল্লেখ করে দিবেন।
পরিবারের সদস্য: পরিবারের সদস্য কতজন তা লিখুন।
ধাপ-৪: যোগাযোগ নম্বর
ঠিকানা: পাত্রের পিতামাতারা কোথায় যোগাযোগ করবে সেই ঠিকানা।
মোবাইল নাম্বার: ০১xxx-xxxxxx
ইমেল আইডি:abc@gmail.com
নোট: পাত্রীর বায়োডাটাতে চাইলে ছবি যুক্ত করে দিতে পারেন, আর যদি ছবি দিতে না চান তাহলে আলাদা করে বায়োডাটার সাথে ছবি পাঠান।
যদি উপরের লেখাগুলো না বুঝে থাকেন, তাহলে নিচের পাত্রীর বায়োডাটা ফরমেট এর ছবি দেখুন। এই রকম আরো অনেক পাত্রীর বিয়ের বায়োডাটা আমরা তৈরী করে থাকি, দরকার মনে হলে কমেন্ট করুন অথবা ফেসবুক পেজে যোগাযোগ করুন।
পাত্রীর বায়োডাটা ফরমেট ছবি
যেই কাগজে আপনার মেয়ের জন্য বায়োডাটা লিখবেন, সেই পেজটি যেন একটু সুন্দর ও পরিষ্কার হয়, যাতে করে আপনার বা আপনাদের সম্পর্কে একটা পজিটিভ ধারণা তৈরী হয়। আর হে, যখন পাত্রীর বায়োডাটাটি হাতে পাবেন, তাতে যেন কোনো প্রকার দাগ না লাগে, তাতে করে অযথা কিছু খরচ বেড়ে যাবে।